Avatar

ভালোবাসার বর্ণমালা

স্বপন গায়েন

শরীরের খোলা অংশে জ্যোৎস্নার মোলায়েম আলো
রাতের আকাশে দ্বিধাহীন চাঁদের নীরবতা।

ভালোবাসার বর্ণমালা ছুঁয়ে যায় জ্যোৎস্না রাতের মায়া
কনক চাঁপার গন্ধ ছড়ায় হৃদয়ের অলিগলি ...

অমৃতের খিদে নিয়ে বসে আছি কাক জ্যোৎস্নায়
তুমি আসবে বলে নিঃশব্দে নিজেকে ভেঙেছি।

তৃতীয় নয়নে অনুভব করেছি তোমার শরীরী গন্ধ
অপরূপ উজান স্রোতে ভাসছে নির্মল চরাচর।

বুকের ফেরিঘাটে দাঁড়িয়ে উপভোগ করো ঝাউবনের শব্দ
ভালোবাসার বন্দরে প্রতীক্ষায় আলোর ঝর্না ধারা ।।

*******

Click Here Clap

No. of Clap : 0

Total Comments:0

Please Login to give comment