আজ বেলাশেষে গোষ্ঠে ফিরে যাবে
নিষ্পাপ গাভীদল, বছরের শেষ রশ্মিটুকু নিয়ে।
নির্বাক তরুশ্রেণী শান্ত সারল্যে দেখতে চাইবে
কুয়াশার আড়াল থেকে উঁকি দিচ্ছে
মানবিক শস্যকণাগুলি।
আভাময় স্নায়ুগুচ্ছে ছড়িয়ে পড়বে নতুনের
বিনীত আশ্বাস।
তুমি থাকবে তো ছাউনিছাড়া হিমক্রান্তদের পাশে!