No. of Clap : 0
তাঁরে বল
রতন বসাক
১৩.১২.২০
সকালবেলা....করে খেলা
পাখিগুলো ওই,
কুজন শুনে......মধুর ধুনে
উদাস হয়ে রই।
ভ্রমর এসে....ভালোবেসে
ফুলের মধু খায়,
নানা রঙে......কতো ঢঙে
পরাগ মেখে যায়।
শিশির ঝরা...ঘাসে পড়া
দৃশ্যে ভরে মন,
ওসব দেখে..সুখটা মেখে
কাটে কিছু ক্ষণ।
গগন ভরে....যাচ্ছে সরে
শুভ্র মেঘের দল,
দেখে হাসি...ভালোবাসি
তাঁরে গিয়ে বল।
একা ঘরে....মনটা করে
মুখটা দেখি তাঁর,
কাছে পেলে...খুশি মেলে
কমে মনের ভার।