No. of Clap : 0
চতুরঙ্গ ~
শব্দ তোমার নেইকো মানা
হেথায় হোথায় আনাগোনা,
ঘটনাকে বইতে পারো
যেমন তেমন নেই সীমানা।
বয়স মাপে ভালোবাসা
জ্ঞানের ভাষায় কমই জানি,
তোমার মুখেই শুনবো সবাই
গুনবে সময় দেশপ্রেমী।
ভাষা যখন ভাসতে দেখি
মুখের মতন অনেক খাঁজে,
চেনার ভুলে ভুল করে যাই
ভালোবাসায় দাওনা খুঁজে।।
তুমিই পারো শিব বাঁচাতে
রুষ্ঠ তুষ্ঠ,,, পাহাড় নদী,
ভাষায় যদি হয় সাঁকো গো
ছোট্ট বাসা দাওনা সখি।
No. of Clap : 0
Total Comments:1