শেষ চৈত্রের সিঁথিতে জ্বলজ্বল করছে
রোদের ঔদ্ধত্য
পিপাসা তাও স্থির থাকে মাঝদুপুরে।
বিষাদ, বিভ্রম এসব লীন হয় চোখের গভীরে
অক্ষরও উড়ে যায় অনির্দিষ্ট ঠিকানায়।
পরজীবীর মত নব-পত্রিকা
রঙিন মুখে ঝোঁকে।
তথাপি, লিখে যাও লিখে যাও হে তূর্য-কলম
তোমাকে চিনে নেবে বহমান সময়।