Avatar

নদীর নাম অরণ্য

শুভদীপ পাপলু

লিখিত পান্ডুলিপি'তে স্নানাসিক্ত
সাদা গির্জার দেয়ালে পূর্বাভাস দেখেছি...
চেরি কালারের যিশু হতে ঠিকরে পড়া
নোনতা নোটবুকে কয়েকটা মাতাল
সরীসৃপ পেয়েছি...
গ্রিল ছুঁয়ে বেঁকে যাওয়া বীভৎস মানিপ্ল্যান্ট জুড়ে
রবিবারের মতো অবাক থেকেছি,
এন.আর.আই শালি-র হাওউই জুতোয়
শুধু খুঁজেছি দুঃশাসনের লাম্পট্য;

চাইলে পেতাম-
ওই অনিষিক্ত ক্যালাইডেস্কোপ,
যা অতিথি'র মতো এসেছে ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রে!
ধূমপান শুরুর লোভে জাপটে ধরা লজেন্সেও পেতাম,
কিন্তু শকুন্তলা যে সেবার অংকে লেটার পেয়েছে।

কোনওদিন হাতে নিয়ে ফুঁ দিই'নি সাবানফেনায়-
কলেজ মোড়,কলেজ মোড় এসে গেছে
উঠে আসুন...
চিল-শকুনে ঠোকরাচ্ছে শিশিরের মতো শরীরটা-
অপারগ,পায়ের কাছে কেউ রেখে যায়নি
তৈরি থাকার পরিকাঠামো;

শান্ত হতে হতে নাইট ক্লাবের পথে
প্রচুর ক্যাকটাস,অফুরন্ত স্নেহপদার্থ,অজস্র জোঁক-
এককথায় যার ডাকনাম শিক্ষা।
শুনেছি তারাপীঠ-এ মানসিক করা বরপুত্র 'আমি',
স্কুল-এ ভর্তির সময়
একবছর বাড়ানোর ফলে
নাম'টা সমাজ হয়ে গ্যাছে...!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
কলম-এ : শুভদীপ পাপলু

Click Here Clap

No. of Clap : 0

Total Comments:0

Please Login to give comment