Avatar

অন্য খিদের দেশ

অসীম

সভ্যতার বিবর্তনে 'খিদে-পেট'__
আজও জীবন্ত জীবাশ্ম'ই...।
খালি পেট এর খিদে ততটা তীব্র নয়
তাতে, দু-মুঠো দানাতেই কি অমায়িক পরিতৃপ্তি!
পেলে ভরপেট ঢেকুর আর চিকন চোখের আতিশয্য।

অস্থিচর্মসার পেটানো শরীর, অপুষ্টি-ভোগা বাচ্চা কাচ্চা
আর বিবর্তিত গুহার নাম বস্তি, ঝুপড়ি বা নিদেন পক্ষে ফুটপাত ।
অথচ অন্তরে বেঁচে নির্লোভ , নিপাট মানুষ ।
স্রেফ দু-মুঠো, যাকে তোমরা আবার ত্রাণ বলো__
তাতেই প্রশান্তির শ্বাস, প্রসারিত অপার আশীর্বাদী হাত
'বেঁচে থাকো বাবা......'।

অন্য দিকে নির্মম গতিতে বাড়ে অন্য খিদে
জটিল থেকে জটিলতর ক্রমশ...
কিন্তু কী আশ্চর্য! খিদে সেই দু-মুঠো'ই__।
দুই এর বহুযোগ সুত্রেই
দুর্নিবার ক্ষুধা নিবৃত্তির গুণোত্তর প্রগতি।

এ খিদে ওদের নয়, যাদের ‘খালি-পেট’
এটা তাদের যারা বাঁচিয়ে রাখে খিদে পেট গুলো ।
এদের লোলুপ চোখ , লম্বা থেকে লম্বাতর হাত_
এরা না বাঁচলে ‘খিদেটাই’ মরে যায়।
খিদে মরে গেলে আর খেতে ইচ্ছে করে না যে...।।

Click Here Clap

No. of Clap : 0

Total Comments:0

Please Login to give comment