Avatar

নতুন সূর্য

Raju karmakarকবিতা _ নতুন সূর্য

রাজু কর্মকার

আজকে প্রাণের সিন্ধু মথি,ঈশান কোণে মেঘদ্যুতি !
বঙ্গে ধরেনা হর্ষ ।
কালবৈশাখী ঝড়ে , সবে আলুথালু করে ,
সুস্বাগতম নববর্ষ !

পুরনো যা পুরাতন, নব খাতা উন্মোচন ।
দোকানে পূজার ঘন্টা !
আনন্দ জোয়ারে প্রকৃতি শালা,বামা হস্তে বরন ডালা !
আপ্লুত খুশিতে মনটা !

নৃত্য গীতে ভুবন ভরি,নতুনেরে জড়ায়ে ধরি !
পুরনো সদা জাগরুক স্মৃতি !
পাপমোচন গঙ্গাস্নানে , উৎসব ভরা কবিতা গানে !
মন্ত্রে-মঙ্গলঘটে সম্পন্ন রীতি ।

আম্রমুকুলের মিচকি হাসি,বঙ্গরাতে জ্যোৎস্না রাশি !
ফুলবতী,ফলবতী সুকন্যা !
সকল গ্লানি যাক মুছে,দুঃখ-বেদনা যাক ঘুচে !
থাকুক শুধুই সুখের বন্যা !

অশুভের হোক চিরবিনাশ,পাপ ও পাপীর হোক সর্বনাশ !
সবার হোক সুখ সর্বোত্তম !
নতুন একটা সূর্য উঠুক,সম্প্রীতির ফুল ফুটুক !
জয়তু "সত্যম,শিব্ম,সুন্দরম " ।।

Click Here Clap

No. of Clap : 0

Total Comments:0

Please Login to give comment